চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন
যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সহিত সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চা, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ, পঠন-পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণকল্পে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৪। সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত
১১। উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব
১৬। অন্যান্য কর্মচারীর নিয়োগ, দায়িত্ব ও ক্ষমতা
২০। সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব
২২। একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব
২৮। বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থী বেতনাদি
৩০। অর্থ কমিটির ক্ষমতা ও দায়িত্ব
৩৩। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তৃপক্ষ
৪০। বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি
৪৬। কর্তৃপক্ষের সদস্য হইবার ক্ষেত্রে বিধি-নিষেধ
৪৭। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংস্থা গঠন সম্পর্কে বিরোধ
৪৯। আকস্মিক সৃষ্ট শূন্যপদ পূরণ
৫১। বিতর্কিত বিষয়ে আচার্যের সিদ্ধান্ত
তপশিল
গেজেটেড অনুলিপি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর কার্যকারিতা
Last Update: 20 Nov, 2024
© 2024 CSTU, All rights reserved